সোমবার, ১৭ জুন, ২০১৩

মুখের কালো দাগ

মুখের কালো দাগের সমস্যায় পরেন অনেকেই, নানা রকম ফেয়ারনেস ক্রীম, আর এর ওর কথায় আবোল তাবোল জিনিষ লাগিয়ে ত্বক করেন নষ্ট মনে রাখবেন, ত্বক খুব সেনসিটিভ যা তা লাগাবেন না। সবচেয়ে ভালো প্রাকৃতিক কিছু লাগানো। অনেকে কয়েকদিন হারবাল উপায়ে চর্চা করে ফল না পেয়ে ধৈর্য্য হারিয়ে দেওয়া বন্ধ করে দিন।মনে রাখবেন আপনি একবারেই ফলাফল পাবেন না। 1. লেবু ত্বকের জন্য ভীষণ উপকারী৷ যে কোন ধরনের ফেস প্যাকেই আপনি লেবুর প্রয়োগ করতে পারেন৷ লেবু সহজেই কালো ছাপ দূর করবে৷ 2. মুখের কালো ছাপ দূর করতে হলে দুধের স্বরের মধ্যে লেবুর রস মিশিয়ে মুখে লাগান৷ কিছুক্ষন রাখার পরে গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন৷ 3. টমেটোর রসের মধ্যে অল্প হলুদ মিশিয়ে মুখে লাগান৷ ফল পাবেন৷ 4. আঙুরের রসের মধ্যে মধু মিশিয়ে মুখে লাগান৷ মুখের চমক বাড়বে৷ এছাড়াও, পাকা পেঁপে আপনার এই সমস্যা দূর করে দেবে৷ যদি মুখে কালো দাগ হয়ে যায় তাহলে শশা, পেঁপে আর টমেটোর রস সম পরিমাণে মিশিয়ে মুখে লাগান৷ এই লেপটা যখন শুকিয়ে যাবে তখন দ্বিতীয় বার আবার এই লেপটা লাগান৷ এই ভাবে তিন চার বার এই লেপটা লাগান৷ 20 মিনিট লেপটা লাগিয়ে রাখার পরে মুখটা ভালো করে উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন৷ এই ভাবে দিন 15-20 আপনি ঐ লেপটা লাগাতে পারেন আপনার মুখের কালো ছাপ অনায়াসেই দূর হয়ে যাবে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন