মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

আগা ফাটা রোধ করতে করণীয়



আগা ফাটা রোধ করতে করণীয়

প্রচুর পরিমাণে পানি পান করবেন

হেয়ার ড্রায়ারের ( ইঞ্চি দূর থেকে) ঠাণ্ডা বাতাস ব্যবহার করার চেষ্টা করবেন অথবা যদি সম্ভব হয় হেয়ার ড্রায়ার ব্যবহার করা থেকে বিরত থাকবেন

প্রতি ছয় সপ্তাহে একবার চুলের আগা ছেঁটে ফেলবেন

চুল অতিরিক্ত আঁচড়ানো যাবে না তাতে আগা ফেটে যাওয়ার প্রবনতা বেড়ে যায়

চুলে হিট(হেয়ার ড্রয়ার) ব্যবহার না করাই উত্তম

বারি দিয়ে বা ঝরা মেরে চুল শুকাবেন না

চুলের খাবার হচ্ছে প্রোটিন তাই প্রয়োজন ডিম, মাছ, মাংস, দুধ বা ডাল

কখনো কখনো কিছু মিনারেল প্রয়োজন হতে পারে প্রতিদিন ১টি করে মিনারেল সমৃদ্ধ ভিটামিন, যেমন ক্যাপসুল সুপারভিট এম - মাস খেলে উপকার পেতে পারেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন