সোমবার, ১০ জুন, ২০১৩

Hair & Care


  • ঘুমাতে যাওয়ার আগে চুলের যত্ন নেয়া প্রয়োজন চুল ভালো করে আঁচড়িয়ে নিন মেটালের চিরুনি ব্যবহার না করে প্লাস্টিকের বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন সহজেই চুলের জট ছেড়ে যাবে বড় চুল হলে বানিটেল বা বিনুনী বেঁধে নিন তাহলে চুলে আর জট পড়বে না তবে খুব টেনে চুল বাঁধবেন না, এতে কপাল চওড়া হয়ে যাবে আর চুল বেশি পড়বে
    চুল স্ক্যাল্প পরিষ্কার থাকলে সারা রাত চুলে তেল লাগিয়ে রাখতে পারেন সে ক্ষেত্রে মাথায় কাপড়ের ব্যান্ড বা কোনো কাপড় দিয়ে ঢেকে শোবেন, তাহলে বালিশে তেল লাগবে না হেয়ারটনিক ম্যাসা করতে পারেন, এতে তেল সহজেই চুলের গোড়ায় ঢুকবে ঘুমও ভালো হবে সারারাত ঘুমানোর পর কোঁকড়ানো চুল প্রায়ই নিস্তেজ হয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে মাথা নিচু করে স্ক্যাল্পে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন, এতে নিস্তেজ চুলে প্রাণ ফিরে আসবে
    বালিশে ঘষা লেগে অনেক সময় চুল ভেঙ্গে যায়, চুল পড়তে শুরু করে চুল যাতে এলোমেলো, অবিন্যস্ত না হয় সে জন্য মসৃণ নরম কাপড়ের বালিশের কাভার বা সার্টিনের তৈরি বালিশের কাভার ব্যবহার করুন নরম মসৃণ হওয়ায় সহজে ঘষা লেগে চুল ভেঙ্গে যাবে না





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন